চট্টগ্রাম

চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউটে ইনার হুইল কেয়ার ইউনিট উদ্বোধন

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ বাংলাদেশের অর্থায়নে চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের ৬ষ্ঠ তলায় প্রতিষ্ঠিত “ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ বাংলাদেশ প্যালিয়েটিভ কেয়ার ইউনিট” গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্টের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ট্রিশ ডগলাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ইনার হুইল ইন্টারন্যাশনাল বোর্ড ডাইরেক্টর দিলরুবা আহমেদ ও ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারপারসন শারমিন রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর।

প্রধান অতিথি ট্রিশ ডগলাস বলেন, ইনার হুইল বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও ইনার হুইল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আজকে নতুন ভাবে উদ্বোধন হওয়া “ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ বাংলাদেশ প্যালিয়েটিভ কেয়ার ইউনিট” এর অন্যতম। তিনি বাংলাদেশের ইনার হুইল ক্লাব গুলোকে মানবতার কল্যাণে কাজ করার জন্য বিশেষ করে ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ইনার হুইল ইন্টারন্যাশনাল এখানে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে তাকে এই সম্মান দেয়ার জন্য মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইনার হুইল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইনার হুইল ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ শারমিন হোসাইন, মোহসেনা, খালেদা আওয়াল, রোজী আহাদ, মাহমুদা সিদ্দিকী, বৈশাখি ম্যান্ডেস, ফারাহ নাজ কাইয়ুম, তাহেরা মুজাফফর, অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, এ এস এম জাফর, (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডাঃ এ কে এম আশরাফুল করিম, ডাঃ শেফাতুজ্জাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফাহিম হাসান রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *