চট্টগ্রাম

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা

দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর।

রোববার (২ জুন) সকালে দায়িত্ব নিয়ে তিনি চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মাহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহীন ফেরদৌসী, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান প্রমুখ।

ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর দুপুরে নগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আফছারুল আমীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, রুমকী সেনগুপ্ত।

‘দ্যা ওয়ার্ল্ড সিটিস সামিট ২০২৪’এ যোগদান ও ব্যক্তিগত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। আগামী ১২ জুন (বুধবার) দেশে ফিরবেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *