চসিক মেয়রকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে খাল-নালায় পড়ে মারা যাওয়া পরিবার
চট্টগ্রামে নালায় ও খালে পড়ে মারা যাওয়া পাঁচজনের পরিবার ক্ষতিপূরণ চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। একই সঙ্গে নগরের অরক্ষিত নালা ও খালে সীমানা প্রাচীর তৈরির জন্য বলা হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ রিদুয়ান ক্ষতিগ্রস্তদের পক্ষে এ নোটিশ পাঠান।
নোটিশদাতা ক্ষতিগ্রস্তরা হলেন- মোহাম্মদ ফজলুল সাব্বির অভি, এমরান হোসেন, মোহাম্মদ রিয়াজুর রহমান, জোবায়ের হোসেন শাওন ও তাওহিদুল করিম। ৬০ দিনের মধ্যে এ নোটিশের আলোকে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
নোটিশদাতা আইনজীবী মোহাম্মদ রিদুয়ান বলেন, চট্টগ্রাম নগরীর নালা-নর্দমাগুলোতে স্লাব বসানো, ভাঙা স্ল্যাব অপসারণ, অরক্ষিত খালের পাড়ে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, নালা ও খালে পড়ে মৃত্যুবরণকারীদের পরিবার ও আহতদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে নোটিশ দিয়েছি।
তিনি বলেন, সিটি করপোরেশনের অবহেলার কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। যারা মারা গেছেন তাদের কোনো দোষ নেই। নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিগ্যাল নোটিশদাতাকে অনুরোধ করেছি। এ সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।