চীনে দোকানে আগুনে ৩৯ জনের মৃত্যু
চীনের জিয়াংসি প্রদেশের জিনয়ু শহরে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। খবর বিবিসির।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বুধবার বিকেলে জিনয়ু শহরের ইউশুই জেলার তিয়ানগংনান এভিনিউয়ে একটি দোকানের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে। প্রাণ বাঁচাতে কাউকে জানালা দিয়ে লাফ দিতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশও দেন তিনি।