খেলা

ছিটকে গেলেন এডারসন, ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চারজন

কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। পরে ২৩ জনের বদলে স্কোয়াড ২৬ জনের হতে পারে বলে জানায় টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সেই সুযোগে নতুন চারজনকে যুক্ত করেছে ব্রাজিল।

গোলরক্ষক এডারসন চোখের কোটরে আঘাত পেয়েছিলেন। যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার বদলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল।

এছাড়া ২৬ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দোরিভাল জুনিয়রকে। এবার সেই গ্লেসন ব্রেমারকে দলে টানলেন তিনি। এছাড়া মিডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এডারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে।

দলের নতুন তিনজনের নাম ঘোষণা করে কোচ দরিভাল বলেন, ‘যখনই ডাকা হোক না কেন, দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে।’

এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন জায়ান্ট ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই ঘোষণা করা হয় ২৩ জনের দল।

কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহাদের মতো তারকা ফুটবলাররাও। তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল। অভিষেক না হওয়া দু’জনকে প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল। ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা (অ্যাটলেটিকো মিনেইরো) এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরোয়ার্ড ইভানিলসন কোপার জন্য ডাক পেয়েছেন।

কোপার আগে ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভালের দলটি। এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা ২৪ জুন কোস্টারিকার মোকাবিলা করবে। এরপর ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *