রাজনীতি

জনগণকে জেগে উঠার আহ্ববান

সরকার হটাতে আবারও জনগণ জেগে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার সকালে এক অবস্থান কর্মসূচিতে দেশের পরিস্থিতি তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নাই। পৃথিবীর ইতিহাসে আছে- স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য দাবিয়ে রাখবে। বলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। কারণ জেগে উঠার সময় এখন খুব কাছে।

সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক বলেন, আপনারা জনগণের কাছে হেরে যাবেন। হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চলে যান। শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। সংসদ অধিবেশন চলছে, তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাস করে দিয়ে নিরবে বিদায় নেন। ইনশাআল্লাহ সুষ্ঠু ভোটের মাধ্যমে কে জয়লাভ করবে তা দেখবেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এজমল হোসেন পাইলট, ইসমাঈল হোসেন সিরাজী, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *