আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের জঙ্গীদের কঠিন শিক্ষা দেয়া হবে: মোদি

জম্মু-কাশ্মীরের যারা জঙ্গী তৎপরতা চালাচ্ছে, তাদের কঠিন শিক্ষা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটা জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (২০ জুন) দেয়া ভাষণে মোদি বলেন, রাজ্যটির শত্রুদের উচিৎ শিক্ষা দিতে কোনো দ্বিধা করবে না তার সরকার। রাজ্যের শ্রীনগরে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, সেই দিন বেশি দূরে নয়, যেদিন আপনারা নিজেদের ভোটেই জম্মু-কাশ্মীরের নতুন সরকার নির্বাচন করবেন। শিগগিরই একটি রাজ্য হিসেবে জম্মু-কাশ্মীরের আরও সুন্দর ভবিষ্যৎ নির্ধারিত হবে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় দফায় শপথ নেয়ার দিনই ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হয়েছে ভয়াবহ জঙ্গি হামলা। যাতে অন্তত ১২ জনের প্রাণ যায়। এরপরই সশস্ত্র হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *