জামায়াতের রাজনীতির বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল
জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে কি না সে ব্যাপারে আরপিও বিশ্লেষণ করে পুলিশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রোববার (১৯ নভেম্বর) জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে আপিল বিভাগের রায় বহালের সিদ্ধান্তের পর এসব বলেন তিনি। এদিন দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নির্বাচন নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।
আইনজীবীরা জানান, এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।
এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম।