খেলা

জেতা উচিত ছিল, কিন্তু ক্রিকেটে এটা হতেই পারে: শান্ত

১১৪ রানের লক্ষ্যে ম্যাচের মাঝপথে ফেবারিট ছিল বাংলাদেশ। রান তাড়ার অনেকটা সময়ও তাই ছিল। কিন্তু গতকাল পাকিস্তান-ভারতের মতো নিউইয়র্কের এ ম্যাচটিও জিতেছে আগে ব্যাটিং করা দল।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। প্রায় জিতেই গিয়েছিলাম কিন্তু শেষ কয়েকটা ওভার তারা খুব ভালো বল করেছে। ক্রিকেটে এটা হতেই পারে। সবাই নার্ভাস ছিল। কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম জাকের ছিল। শেষ অবধি জিততে পারিনি, যাই হোক ঠিক আছে। ’

দক্ষিণ আফ্রিকাকে শুরুতে থমকে দেন বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লের ছয় ওভারে তারা ২৫ রান করতে হারিয়ে ফেলে চার উইকেট। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রাখেন তানজিম হাসান সাকিব। নিজের প্রথম তিন ওভারে ৩ উইকেট নেন এই পেসার।

ম্যাচের পর তার প্রশংসা করে অধিনায়ক শান্ত বলেন, ‘তানজিম খুব কঠোর পরিশ্রম করেছে। আমাদের নতুন বলে উইকেট দরকার ছিল আর সে আজকে তার ক্যারেক্টার দেখিয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯তম ওভার করতে এসে ফিরিয়েছেন ডেভিড মিলারকে। ৪ ওভারে যদিও তিনি এদিন ৩২ রান দিয়েছেন।

তবে ম্যাচশেষে তাকে নিয়ে শান্ত বলেন, ‘রিশাদ খুব ভালো। সে শেষ দুই ম্যাচ ও অনুশীলনে ভালো বল করেছে। আমরা গত ১০-১৫ বছর ধরে লেগ স্পিনার নিয়ে ভুগেছি কিন্তু আশা করি রিশাদ অনেক দূর যাবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *