রাজনীতি

জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাবো: কাদের

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রয়োজন না হলে কোনো জোট হবে না।

প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন দেয়ার বিষয় নতুন-পুরনো কিংবা কোনো সংখ্যা বিবেচনা করা হচ্ছে না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরকে মনোনয়নের জন্য নির্বাচন করা হচ্ছে।

আগামীকাল সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।

এ সময় মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়ন পত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

তিনদিন ব্যাপী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষ হচ্ছে আজ। এর মাধ্যমে চূড়ান্ত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *