চট্টগ্রাম

টঙ্গী থেকে পথ ভুলে শিশু চট্টগ্রামে, পথচারীর সহায়তায় ফিরিয়ে দিল পুলিশ

এগারো বছরের শিশু ওমর ফারুক। গিয়েছিলেন টঙ্গীর বিশ্ব ইজতেমায়। সেখান থেকে ট্রেনে ওঠে আবদুল্লাহপুরের বাসায় ফিরতে। ঘুমিয়ে থাকা ওমর ফারুক ঘুম থেকে উঠে দেখে সে চট্টগ্রামে। একদিকে হন্ন হয়েও বুকের ধনকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর বাবা-মা। অন্যদিকে, কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকায় কাঁদছিলো শিশু ফারুক। সেখান থেকেই এক পথচারী তাকে নিয়ে যান থানায়। বাবা-মা ফিরে পায় তাঁদের বুকের ধনকে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওই শিশুটিকে তাঁর পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

শিশু ওমর ফারুক ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া এলাকার আবু আলমের ছেলে।

ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া মো. সালমান ভূঁইয়া বলেন, ‘আমি কাজ শেষে পুরাতন রেলওয়ে স্টেশন হয়ে বাসা ফিরছিলাম। তখন ওই শিশুকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখি। আমি তাকে জিজ্ঞেস করার পর সে বলে, পথ হারিয়ে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে ট্রেনে করে। মূলত সে টঙ্গী ইজতেমায় গিয়েছিলো। সেখান থেকে ট্রেনে তার বাসায় ফেরার পথে ঘুমিয়ে যায়।’

মো. সালমান বলেন, ‘এরপর আমি তাকে উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে যাই এবং পুলিশের কাছে বুঝিয়ে দিই। অনেকেই তাকে দেখেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি। এই বিষয়টা খুবই খারাপ লেগেছে। ওই শিশুর বয়সী একটি ছেলে আছে আমার ঘরে। তবে সে তাঁর পরিবারকে ফিরে পেয়েছে শুনে ভালো লাগছে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. ওবায়দুল হক বলেন, ‘শিশু ওমর ফারুককে গত ৩ ফেব্রুয়ারি রাতে এক ব্যক্তি থানায় নিয়ে আসে। সে নিজের বাসার ঠিকানা বলতে পারছিলো না। সে শুধু বলছিলো উত্তরখান। পরবর্তীতে আমরা দেশের সব থানায় ইনফর্ম করি এবং উত্তরখান থানায় যোগাযোগ করি। তাঁরা রেসপন্স করার পর অভিভাবকের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হই। তাঁর বাবা এসেছিলেন ঢাকা থেকে আজ (সোমবার) সকালে। পরে শিশু ওমর ফারুককে তার বাবার হাতে আমরা তুলে দিই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *