চট্টগ্রাম

টাকার দরকারে ইয়াবা বিক্রির চুক্তি

জরুরি টাকার দরকার। তাই নিয়েছিলেন ইয়াবা বিক্রির চুক্তি। সিগারেটের প্যাকেটে ইয়াবা ঢুকিয়ে ঘুরছিলেন পকেটে নিয়ে। বিক্রি হলে বিনিময়ে মিলবে হাজার টাকা। কিন্তু এর আগেই টের পেয়ে যায় পুলিশ, ধরা পড়ে হাতেনাতে। তার মাধ্যমে খুঁজে বের করে চুক্তিদাতাকেও গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৮ মে) নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এবং বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, বায়েজিদ বোস্তামি থানার মধ্যম কুলগাঁও সারেং বাড়ির মৃত আলম বাদশার ছেলে সেকান্দর (৩৬) এবং ফেনী জেলার সদর থানার লস্করহাট গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহজাহান (৩৪) প্রকাশ বিপ্লব।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘আমাদের কাছে আগেই সংবাদ ছিলো ভক্তপুর স্বজন নিবাস আবাসিক এলাকার তফজল সওদাগরের ফাঁকা প্লটের সামনে ইয়াবা নিয়ে ঘুরছেন এক যুবক। সেই অনুযায়ী আমরা অভিযান চালিয়ে সেকান্দরকে আটক করি। এসময় তারবুক পকেটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘মূলত এক হাজার টাকার বিনিময়ে এসব মাদক বিক্রির জন্য কন্ট্রাক্ত নিয়েছিলো সে। এরপর তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা মূল ডিলার মো. শাহজাহানকে আটক করি। সেকান্দরের বিরুদ্ধে বায়েজিদ থানায় ২০১৮ সালের একটি মাদক মামলা ছিলো। আর শাহজাহানের বিরুদ্ধে বায়েজিদ ও চান্দগাঁও থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধেই নিয়মিত মাদক আইনে আরেকটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *