কক্সবাজার

টেকনাফে অপহরণের ২ দিনেও উদ্ধার হননি ৫ কৃষক

কক্সবাজারের টেকনাফের হ্নীলায়, অপহরণের দুই দিন পার হলেও উদ্ধার হননি পাঁচ কৃষক। অপহরণকারীরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। কৃষকদের ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। পুলিশ বলছে, তাদের উদ্ধারে অভিযান চলছে।

গেল বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে পাহাড়ের জুম ফসল পাহারার সময় অপহরণ হন টেকনাফের হ্নীলার পাঁচ কৃষক। তাঁরা একে অপরের স্বজন। তাঁদের অপহরণের পর পরিবারের কাছে প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।

অপহৃত একজনের বাবা আব্দুর রহিম বলেন, ‘আমরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। আমাদের ছেলেরা রাতে খেতে কাজ করে। বাড়ি তৈরি করে খেত পাহারার জন্য পাঁচ থেকে ছয় জন থাকত তারা। দস্যুরা তাদের অপহরণ করে নিয়ে গেছে। এখন জন প্রতি পাঁচ লক্ষ করে মুক্তিপণ চাইছে।’

টেকনাফে কয়েকদিন পর পর ঘটছে অপহরণের ঘটনা। যার কারণে আতঙ্কে দিন পার করছেন পাহাড়ি এলাকার চাষিরা।

এক চাষি জানান, ছেলেরা পাহারা দেওয়ার জন্য খেতের কাছে বাড়ি বানিয়ে থাকে। এখান থেকে গত বছরও দুই জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। ছয় লাখ টাকার বিনিময়ে তাদের উদ্ধার করা হয়েছে।

এ প্রসঙ্গে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশের মোহাম্মদ আলী জানান, স্থানীয় সন্ত্রাসী ও রোহিঙ্গারা মিলে এ অপহরণ কার্যকম চালাচ্ছে। তারা অনেক সময় ধরা পড়লেও দুই-এক মাস পর জেল থেকে বেরিয়ে আবার একই কাজ শুরু করে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অপরাধীদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।

গেল তিন মাসে অন্তত ১০টি অপহরণের ঘটনা ঘটেছে। যার শিকার হয়েছেন অন্তত ২০ জন। তাদের বেশি ভাগই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *