ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন চট্টগ্রামের সন্তান
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের সন্তান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও দেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগের সম্মতি দিয়েছেন বলে নিশ্চিত সূত্রে জানা গেছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় কোনো পদে দায়িত্ব পালন না করলেও হঠাৎ করে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন রাজনীতিবিমুখ শিক্ষক হিসেবে পরিচিত। একাডেমিক বিষয়ে তার আগ্রহ ও প্রাধান্য থাকায় তিনি সবসময়ই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকেছেন। সম্প্রতি তার ৩৫ পৃষ্ঠার বিশদ জীবনবৃত্তান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার অধীনে বর্তমানে দেশ-বিদেশে ১৭ জন পিএইচডি এবং ৮ জন এমফিল গবেষক গবেষণায় নিয়োজিত আছেন। তিনি দুই শতাধিক গবেষণাপত্র ও বইয়ের রচয়িতা।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রামের বিখ্যাত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্র-পিতামহ খান বাহাদুর নাসির উদ্দিন খান ছিলেন অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। তার পিতামহ কবীর উদ্দিন আহমেদ খান আসাম-বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ছিলেন। এই ঐতিহ্যবাহী পরিবারের জন্য তাদের বাড়িটি ‘ডেপুটি বাড়ি’ নামে পরিচিত।
শিক্ষাজীবনে অধ্যাপক নিয়াজের বাবা ড. শফিক আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার পেশাগত জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে যোগ দেন এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর উপ-উপাচার্য ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ও সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অব রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে একাডেমিক ও ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রেখে আসছেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি অধ্যাপক নিয়াজ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং যুক্তরাজ্য সরকারের মতো গুরুত্বপূর্ণ সংস্থার সাথে কাজ করেছেন। তার বিশেষজ্ঞতা ও দক্ষতা দেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষক ও উপদেষ্টা হিসেবে তাকে মর্যাদাপূর্ণ স্থান দিয়েছে।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, যা তাকে তার দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেবে।