দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আনছে টিসিবি
দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার প্রথম চালানে ৫৮ টন পেঁয়াজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।
টিসিবি সুত্রে জানা গেছে, দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে দেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ পেঁয়াজগুলো দেশে পৌঁছাবে। যার প্রথম চালান আসছে মঙ্গলবার। ওই দিন-ই চট্টগ্রাম বন্দর হতে পণ্যটির ডেলিভারি নেবে টিসিবি।
এদিকে প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে টিসিবি গত বুধবার (৬ ডিসেম্বর) থেকে ডিসেম্বর মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে। এ দফায় অন্যান্য পণ্যের সঙ্গে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রির কথা ছিল সংস্থাটির। তবে সরবরাহ না থাকায় ডিলারদের পেঁয়াজ বরাদ্দ দিতে পারছে না সংস্থাটি। ফলে উষ্মা প্রকাশ করছেন সুবিধাভোগীরা।