চট্টগ্রাম

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: এমপি মুজিব

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী যেমনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তেমনি আমিও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।

শনিবার (২৩ মার্চ) বিকেলে বাঁশখালী পৌরসভাস্থ ২নং ওয়ার্ড উত্তর জলদীর সার্বজনীন বোধিচৈত্য বিহারে আয়োজিত বোধিমেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি মুজিবুর রহমান সিআইপি আরও বলেন, আমি এক টাকাও দুর্নীতি করবো না। উন্নয়নের টাকা পকেটে নিব না। সরকারের দেওয়া বরাদ্দ উন্নয়নকাজেই ব্যয় করবো। তাই কেউ দুর্নীতি করলেও ছাড় দিব না। পুরো উপজেলাকে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাঁশখালী হিসেবে গড়ে তুলবো।

বাঁশখালী সার্বজনীন বোধি চৈত্য বিহার প্রাঙ্গণে উপসংঘরাজ ও মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁশখালী সার্বজনীন বোধি চৈত্য বিহারের অধ্যক্ষ সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় মহাস্থবির। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস সরোয়ার সুমন, সাংবাদিক রাহুল দাশ নয়ন।

অনুষ্ঠান প্রধান ধর্মদেশক ছিলেন কথাশিল্পী দিপঙ্কর থের ও একক সদ্ধর্মদেশনা করেন শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বন বিহারের পরিচালক প্রজ্ঞারত্ন থের। সাংবাদিক সুবল বড়ুয়ার সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথি ছিলেন জ্যোতিষবিজ্ঞানী ড. মাধব আচার্য্য।

অনুষ্ঠানে ধর্মদেশনা ও বক্তব্য রাখেন-অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুভাষ বড়ুয়া, সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, জ্ঞানমিত্র থের, মৈত্রীপ্রিয় থের, প্রকৌশলী রোমেল বড়ুয়া, বাঁশখালী সার্বজনীন শুভ বোধিমেলা উদযাপন পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিমূল বড়ুয়া, প্রধান সমন্বয়ক প্রশান্ত বড়ুয়া, অর্থ সম্পাদক প্রনতোষ বড়ুয়া, বাবুল বড়ুয়া, অসিত বড়ুয়া, অমরজিত বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, সুরঞ্জিত বড়ুয়া, উত্তম বড়ুয়া, মদন বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *