জাতীয়

দুর্নীতি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন

দুর্নীতি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বললেন, দুর্নীতি আমাদের দেশে কমবেশি সব জায়গায় রয়েছে। কাজ করতে গেলে দুর্নীতি হবেই। এজন্য তিনি নিজেও অনেক কাজ করতে পারেন না বলে জানিয়েছেন।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শক্তিশালীকরণ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, বর্তমানে যে মাত্রায় দুর্নীতি হচ্ছে তা কমানোর জন্য পদক্ষেপ নেয়া জরুরি। দুর্নীতি প্রতিরোধে সবাইকে শপথ নিতে এ সময় আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির হাসান আহমেদ চৌধুরী কিরণ চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিদের মধ্যে অসৎ মানুষের আধিক্য কমানো সম্ভব হচ্ছে না। দলাদলি, কমিশন বাণিজ্য, জমি-খাল-বিল দখলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রায়শই সংবাদ হয় গণমাধ্যমে।

এই বিতর্কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *