দেশজুড়ে

দেশের দক্ষিণাঞ্চলে ফাইভ- জি সেবা দিতে চুক্তি সই

পদ্মা সেতুর ওপর দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ফাইভ জি ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বহুল প্রতীক্ষিত অপটিক্যাল ফাইবার স্থাপনের চুক্তি সই হয়েছে।

সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্কিত চুক্তি সই করেছে বেসরকারি প্রতিষ্ঠান বাহন লিমিটেড।

এ চুক্তির মাধ্যমে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলকেও ফাইভ জি সংযোগের আওতায় আনবে বাহন। পদ্মা সেতুর এপ্রোচ রোড ও অধিগ্রহণ করা জমি ব্যবহার করে প্রায় ২২ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার স্থাপন করবে প্রতিষ্ঠানটি।

খুলনা, বরিশাল, যশোর ও গোপালগঞ্জসহ ১৭টি জেলায় বিদ্যমান অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে ফাইভ জি সেবা নিশ্চিত করা হবে।

চুক্তির আওতায় ২০২৪ সালের মধ্যে দেশের প্রায় সব আইএসপি, আইআইডি ও মোবাইল অপারেটরদেরও ট্রান্সমিশন সেবা দেবে বাহন লিমিটেড।

চুক্তি সই অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার, বাহন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা এফএম রাশেদ আমিনসহ (বিদ্যুত) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *