নগরীতে সুলভ মূল্যে সিটি গ্রুপের পণ্য বিক্রি শুরু
পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর লালখানবাজার মোড়ে আকর্ষণীয় মূল্য ছাড়ে নিত্য প্রয়োজনীয় সিটি গ্রুপের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
গতকাল সোমবার ফিতা কেটে তিনি এসব পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ–পরিচালক মো. ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সিটি গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের ডিজিএম শহীদ আলী রেজা ও ডিএসএম ইফতেখার শাহেদ এসময় উপস্থিত ছিলেন।
সিটি গ্রুপের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সিটি গ্রুপ তাদের ১০টি পণ্য নগরীর ১০টি পয়েন্টে ঈদ পর্যন্ত সুলভ মূল্যে বিক্রয় করবে। আজকে একটি আউটলেট উদ্বোধন হলো। সারা বাংলাদেশে তাদের এ কার্যক্রম চলছে। ভোক্তারা ন্যায্যমূল্যে ডাল, চিনি, তেলসহ অন্যান্য নিত্যপণ্য কিনতে পারলে তাহলে বাজারে এর প্রভাব পড়বে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি শিল্পগ্রুপ কর্তৃপক্ষের কাছে আহবান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, পবিত্র মাহে রমজানে কতিপয় সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রেখে মূল্যবৃদ্ধি করার কারণে সাধারণ ভোক্তা কষ্ট পাচ্ছে। সিটি গ্রুপের মতো অন্যান্য খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এগিয়ে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী খোলা বাজারে বিশেষ ছাড়ে বিক্রি করলে সাধারণ ভোক্তাদের কষ্ট লাঘব হবে।
সিটি গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের ডিজিএম শহীদ আলী রেজা বলেন, পুরো রমজান মাসজুড়ে সাধারণ ভোক্তাদের জন্য আকর্ষণীয় মূল্যে নিত্য প্রয়োজনীয় ১০টি পণ্য বিক্রয় অব্যাহত থাকবে। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল ১ লিটার ১৬৩ টাকার পরিবর্তে ১৫৬ টাকা, তীর অ্যাডভান্সড সয়াবিন তেল ৫ লিটার ৮০০ টাকার পরিবর্তে ৭৬৫ টাকা, সরিষার তেল ২৫০ এম.এল বোতল ৯৫ টাকার পরিবর্তে ৮০ টাকা, ছোলা ১ কেজি প্যাক ১২৫ টাকার পরিবর্তে ১০০ টাকা, চিনিগুড়া চাল ১ কেজি প্যাক ১৭০ টাকার পরিবর্তে ১৩৫ টাকা, জীবন পানি ৫০০ এম.এল বোতল ২০ টাকার পরিবর্তে ১০ টাকা, ১ লিটার ২৫ টাকার পরিবর্তে ১৫ টাকা, চিনি ১ কেজি প্যাক ১৪৬ টাকার পরিবর্তে ১৪০ টাকা, ফিরনি মিক্স ১৫০ গ্রাম প্যাক ৬০ টাকার পরিবর্তে ৪৫ টাকা এবং হালিম মিক্স ২০০ গ্রাম প্যাক ৬৫ টাকার পরিবর্তে ৫০ টাকায় বিক্রয় করা হচ্ছে বলে জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।