চট্টগ্রাম

দুবাইগামী উড়োজাহাজে মিলল পৌনে তিন কোটি টাকার বিদেশি মুদ্রা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি উড়োজাহাজ থেকে ২ কোটি ৮৭ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রা জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতেমঙ্গলবার সন্ধ্যায় ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে এই মুদ্রা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিল। গোপন খবর ছিল, একজন যাত্রী এই ফ্লাইটে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবেন। উড়োজাহাজটি চট্টগ্রামে আসার পর কাস্টমস কর্মকর্তাদের একটি দল সেখানে তল্লাশি চালায়। এ সময় একটি যাত্রী আসনের ওপরে লাগেজ রাখার জায়গায় একটি ব্যাগ পাওয়া যায়। সন্দেহ হওয়ার পর ব্যাগটি স্ক্যান করে বিদেশি মুদ্রা পাওয়া যায়। সেই যাত্রী আসনে সে সময় কোনো যাত্রী ছিলেন না।

আকরাম হোসেন আরও বলেন, ব্যাগটিতে ৯ লাখ ৩৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ১০ হাজার মার্কিন ডলার পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ দুই কোটি ৮৭ লাখ টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *