খেলা

নিউজিল্যান্ডকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার শেষ ম্যাচেও দারুণ জয়ে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করল অজিরা।

অকল্যান্ডের ইডেন পার্কে আজ বৃষ্টি আইনে ২৭ রানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় সফরকারীদের ইনিংস শেষ হয় ১০.৪ ওভারে। যেখানে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে তারা। দ্বিতীয় ইনিংস ১০ ওভারে নেমে আসার পর নিউজিল্যান্ড ৩ উইকেটে তুলতে পারে ৯৮ রান।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ঝোড়ো গতিতে রান তুলেছে। যদিও ওপেনার ট্রাভিস হেড ৩০ বলে ৩৩ রানের ওয়ানডে ধাচের ইনিংস খেলেছেন। কিন্তু পরে ম্যাথু শর্ট ১১ বলে ২৭ রানের এবং গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অজিদের বড় সংগ্রহ পাইয়ে দেন। এছাড়া শেষদিকে জশ ইংলিস (৮ বলে ১৪*) এবং টিম ডেভিড (৩ বলে ৮*) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

জবাবে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ছাড়া সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। চারে নামা ফিলিপস ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। কিন্তু বাকিদের কেউ সেভাবে রান তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭* রান করেছেন মার্ক চ্যাপম্যান। কিন্তু এজন্য তিনি বল খেলেছেন ১৫টি। রানের সঙ্গে পাল্লা না দিতে পারায় হার মানতে হয় তাদের।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১০.৪ ওভারে ১১৮/৪ (হেড ৩৩, শর্ট ২৭, ম্যাক্সওয়েল ২০; মিচেল স্যান্টনার ১৬/১)
নিউজিল্যান্ড: ১০ ওভারে ৯৮/৩ (ফিলিপস ৪০; স্পেন্সার জনসন ১০/১)
ফলাফল: বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ২৭ রানে জয়ী
ম্যাচ সেরা: ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া)
সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী
সিরিজ সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *