খেলা

নিউজিল্যান্ডের সংসদে নারী এমপির কাণ্ড ভাইরাল

নিউজিল্যান্ডের সংসদে সর্বকনিষ্ঠ নারী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছেন ২১ বছর বয়সী হানা রাহিতি মাইপি-ক্লার্ক। সংসদের অধিবেশনে প্রথম বক্তৃতায় আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘হাকা’ বা ‘যুদ্ধ কান্না’ পরিবেশন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই নেতা। ঐতিহ্যবাহী গানটি উদযাপনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭০ বছরের মধ্যে দেশের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে এই প্রথম সংসদীয় অধিবেশনে পারফর্ম করেন নিউজিল্যান্ডের আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘হাকা’ গান। তার গাওয়া গান ও অঙ্গভঙ্গি দেখে পছন্দ করেছেন সারা বিশ্বের হাজারো মানুষ। অনেকেই তার গান দেখে মুগ্ধ এবং তৈরি করছেন ভিডিও।

গত মাসে এমপি হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে মাইপি-ক্লার্ক বলেন, আমি জনগণের জন্য মরব, তবে সেই সাথে আমি তোমার জন্য বাঁচব।

মাইপি-ক্লার্ক একজন মাওরি। নিউজিল্যান্ডের আদিবাসীদের অধিকারের পক্ষে মনোনিবেশ করেন তিনি। সেই লক্ষ্য বাস্তবায়নে হয়েছেন এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *