নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষ কষ্টে আছে: জিএম কাদের
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে দেশের মানুষ ভীষণ কষ্টে আছে। আয় উপার্জন যা হচ্ছে খরচ তার চেয়ে বেশি। দিন দিন তা বাড়ছে।’
সোমবার (১১ মার্চ) বিকালে ঢাকা থেকে বিমানযোগে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। অনেক ধরনের কর মওকুফ করে দেওয়া হবে। বিভিন্নভাবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেটের কাছে সরকারও জিম্মি। সরকার ইচ্ছে করলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এরা সরকারে চেয়ে শক্তিশালী মনে হচ্ছে। কারণ, তারা সকলেই সরকারের নীতি নির্ধারণের সঙ্গে বিভিন্নভাবে জড়িত। নিত্যপণ্যের বাজার সরকারের ইচ্ছায় নয়, তাদের ইচ্ছায় নিয়ন্ত্রিত হচ্ছে। সে কারণে সরকার জনগণকে যে সেবা দিতে চাইছে তা পারবে না। আপাতত জনগণের দুর্ভোগ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ।