কর্ণফুলিচট্টগ্রাম

পুলিশ পরিচয়ে ডাকাতি, কর্ণফুলীতে গ্রেপ্তার আরও ১

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মামার করা মামলায় ভাগিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১১ মার্চ) বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন (অতিরিক্ত চিফ) ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামি নুর নবীর (৩০) বাড়ি কর্ণফুলীর জুলধার ৮ নম্বর ওয়ার্ডে। সে জুলধার আবুল হাসেমের ছেলে। আসামি ভিকটিম মো. নাজেমের আপন ভাগিনা। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই আবু সাঈদ রানা। এর আগে, একই ঘটনায় নুর মোহাম্মদ (৩৫) নামে একজন গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে কর্ণফুলীর জুলধা ইউনিয়নের দুধ বেপারি মো. নাজেমের একতলা বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।

এতে ডাকাতেরা পরিবারের সবাইকে হাত পা বেঁধে রুমে আটকে রেখে প্রায় ৩ ভরি স্বর্ণ, দুই লাখ নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ কাপড় চোপড় লুট করে নিয়ে যান। এ ঘটনায় বাড়ির মালিক মো. নাজেম বাদি হয়ে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ডাকাতির অভিযোগে সন্দেহজনক এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *