বিনোদন

নিপুণের প্যানেলের সভাপতি মাহমুদ কলি

আসন্ন শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সভাপতি প্রার্থী হচ্ছেন না তিনি। এরপর খবর রটে কাঞ্চন সরে যাওয়ায় বিপাকে পড়েছেন সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তবে বিষয়টি উড়িয়ে নায়িকা জানান সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন তিনি।

এবার জানা গেল নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থীর নাম। নিপুণের প্যানেল থেকে সভাপতি নির্বাচন করবেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি। সংবাদমাধ্যমকে এ কথা মাহমুদ কলি নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, ‘এর আগেও আমি শিল্পী সমিতির নির্বাচন করে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচনে অংশগ্রহণ করছি। সভাপতি পদে নির্বাচন করব।’

কোন প্যানেল থেকে আসছেন মাহমুদ কলি? এ প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আসলে আমি একটি প্যানেলের হয়ে নির্বাচন করছি। সেই প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ আক্তার।’

সভাপতি প্রসঙ্গে এর আগে নিপুণ বলেছিলেন, ‘কোনো চাপ নেই। গতবার তো শূন্য থেকে এই জায়গায় এসেছি। আর এবার তো আমার তৈরি মাঠ। সভাপতি প্রার্থী ঠিকঠাক হয়ে গেছে। তবে এখনই প্রকাশ করব না। তাহলে সেটি নিয়েও রাজনীতি হতে পারে। নির্বাচন এখনও অনেক দেরি। সময়মতো পুরো প্যানেল প্রকাশ করব।’

আগামী ২৭ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। তারা মাহমুদ কলি-নিপুণের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *