আন্তর্জাতিক

নিলামে উঠলো সু চি’র বাড়ি, আগ্রহ দেখায়নি কেউ

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি’র বাড়ি নিলামে উঠলেও সেটি কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউ। বুধবার (২০ মার্চ) দেশটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত বাড়িটি নিলামে ওঠে। খবর বিবিসির।

বাড়িটির মালিকানা নিয়ে বড় ভাই অং সান ও-র সাথে সু চি’র বিরোধের খবর বেশ পুরোনো। ইনয় হ্রদের পাশে অবস্থিত বাড়িটি নিলামে উঠলে এর প্রারম্ভিক দাম ধরা হয়েছিল ৯ কোটি ডলার যা দেশটির মুদ্রায় ৩১৫ বিলিয়ন কিয়াট।

বাড়ির ভাগ চেয়ে ২০০০ সালে মামলা করেন তার ভাই অং সান ও। মামলার রায় হয় ২০১৬ সালে যেখানে বলা হয় উত্তরাধিকারসূত্রে পুরো সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমানভাগে ভাগ করতে হবে। কিন্তু ভাই-বোন দু’জনেই এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। অবশেষে দীর্ঘ আইনি লড়াই ও শুনানির পর সু চি’র বাড়িটি নিলামে তোলার আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য, ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে সু চি ক্ষমতা হারান। তখন থেকেই তিনি কারাগারে বন্দি। অপরদিকে ২০২২ সালের ডিসেম্বর থেকে নিজের আইনজীবিদের সাথেও দেখা করার সুযোগ পাচ্ছেন না তিনি। তার বাবা জেনারেল অং সান ছিলেন দেশটির স্বাধীনতাকামী ও বিপ্লবিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *