চট্টগ্রামজাতীয়

রাষ্ট্রদূতকে হুমকি, নোটিশের জবাব দিলেন চেয়ারম্যান

চট্টগ্রাম: ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সেই নোটিশের জবাব দিয়েছেন চেয়ারম্যান মুজিব।

নোটিশের জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার।তিনি বলেন, ১২ নভেম্বর চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে নোটিশ দেওয়া হয়।

তাকে নোটিশে পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরে সেই নোটিশের জবাব দিয়েছেন তিনি।চেয়ারম্যান মুজিবুল হক গত ৬ নভেম্বর বাঁশখালীর চাম্বল ইউনিয়নে ‘বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যবিরোধী’ ব্যানারে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূতকে পেটানোর হুমকি দেন। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি এলে তা নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

মুজিবুল হক চৌধুরী এমন বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। ১০ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এরপর ১২ নভেম্বর মুজিবুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগ।

সেই নোটিশে বলা হয়, ‘আপনার এ ধরনের বক্তব্য রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর ও এতে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন আপনার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯–এর (৩৪) ৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ কার্যালয়ে জানানোর অনুরোধ করা হলো। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *