নৌকার প্রচারণায় অংশ নেওয়া বিএনপি নেতা বহিষ্কার
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করায় এম. বদরুদ্দিন মাস্টার নামে উখিয়া উপজেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টার পদে ছিলেন এম. বদরুদ্দিন মাস্টার। তাকে বিএনপির সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি অংশ নিয়েছেন বদরুদ্দিন মাস্টার। বিএনপি গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে তাকে উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টাসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিক জানান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
এর আগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আরও দুই নেতাকে বহিষ্কার করেছিল দলটি।