চট্টগ্রামরাজনীতি

নৌকা বনাম ‘আওয়ামী’ স্বতন্ত্র, ছড়িয়ে পড়ছে উত্তাপ

সারাদেশের মতো চট্টগ্রামেও জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। নির্বাচন ঘিরে উৎসব-উদ্দীপনার পাশাপাশি ছড়িয়ে পড়ছে উত্তাপ-সহিংসতা। ভোটের দিন যতই কাছে আসছে, ততই সহিংসতা বাড়ছে। মূলত নৌকা ও ‘আওয়ামী’ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী-সমর্থকরা ছড়াচ্ছেন উত্তাপ। এমন অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে শঙ্কায় আছেন অনেকে। আর পুলিশ বলছে, তারা সজাগ আছে। কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না।

তবে উত্তাপ-উত্তেজেনার মাঝেও আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বিতাময়’ হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এদিকে, নির্বাচনে অংশ না নেওয়ায় ‘আসন ভাগাভাগির নির্বাচন’ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় চট্টগ্রাম বিএনপি।

চট্টগ্রাম নগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এ নির্বাচন মানি না। এটা তো আসন ভাগাভাগির নির্বাচন। তারা (আওয়ামী লীগ) নিজেরাই খেলোয়াড়, নিজেরাই রেফারি, নিজেরাই সবকিছু। তাই এ আসন ভাগাভাগির নির্বাচন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘নির্বাচন নিয়ে উত্তেজনা জানান দিচ্ছে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। প্রত্যেকটি আসনে ৪ থেকে ৫ জন করে প্রার্থী আছেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি, সংঘর্ষ ও সহিংসতা, উস্কানিমূলক বক্তব্য, কটুক্তি কিংবা প্রচারণায় হামলা আমরা চাই না।’’

তিনি বলেন, ‘গণতন্ত্রের ভিত্তি হচ্ছে পরমতসহিষ্ণুতা। অন্যের মতামত হয়তো আমি মেনে নিব না। কিন্তু অন্যের মত শোনার মতো মানসিকতা সবার থাকতে হবে। নির্বাচনে যুক্তি দিয়ে, পথসভা, জনসভা কিংবা জনসংযোগ করে প্রতিদ্বন্দ্বিদের জবাব দিতে হব;, অস্ত্র, মারামারি কিংবা শক্তি প্রদর্শন করে নই।’

ড. ইফতেখার বলেন, ‘বিএনপি ভোট বর্জন করে ভুল করেছে। তারা নির্বাচনে এসে জনগণের ম্যান্ডেট নিতে পারতো। কিন্তু এখন উল্টো ভোটে না এসে জ্বালাওপোড়াও শুরু করেছে। এতে জনগণ তাদের থেকে দূরে সরে যাচ্ছে। তবে বিএনপি না এলে নির্বাচন উৎসবমুখর হবে বলে আমি আশাবাদী। ইতোমধ্যে চট্টগ্রামের আনাচে-কানাচে ভোটের হাওয়া বইতে শুরু করছে। নির্বাচনকেন্দ্রীক যাতে কোনো সহিংসতা না হয়; সেদিকে সজাগ থাকতে প্রশাসন ও প্রার্থীদের আহ্বান জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *