চট্টগ্রামপটিয়া

পটিয়ায় চোরাই সিএনজি ট্যাক্সিসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশাসহ শাহেদুল আলম সবুজ (৩৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) সকাল ৭টার দিকে পটিয়া পৌরসদরের সুচক্রদন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুন রাত সাড়ে ৯টার দিকে সিএনজি চালক মোস্তাফিজুর রহমান একটি ভাড়া নিয়ে পটিয়া বাইপাস হয়ে যাওয়ার সময় ৪ জন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মেরে তার গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

ওইদিন গাড়িচালক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এরপর অভিযানে নেমে ইয়াবা ব্যবসায়ী শাহেদুল আলম সবুজকে গ্রেপ্তার করলেও পালিয়ে যায় আরও ৩ জন। এ সময় সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানিয়েছেন, পুলিশ হাতেনাতে চোরাই অটোরিকশাসহ ইয়াবা ব্যবসায়ী সবুজকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *