পটিয়ায় তিন ইয়াবা কারবারিকে হাতেনাতে ধরা
পটিয়ায় তিন ইয়াবা কারবারিকে হাতেনাতে ধরেছে পুলিশ।সাতকানিয়া থেকে পটিয়ায় ইয়াবা বিক্রি করতে গিয়েছিলেন সিএনজি চালক
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন— সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার সিএনজি চালক আবদুল মান্নান (৪৫) ও নাজিম উদ্দীন (২৭) এবং পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের লালারখিল এলাকার কায়সার হোসেন (২৬)।
কমদামে সাতকানিয়া থেকে ইয়াবা কিনে পটিয়ায় বিক্রি করতে এসেছিলেন তারা। পটিয়া পোস্ট অফিস মোড়ের গুলশান মেহরিন রেস্টুরেন্টে বসে অন্য মাদক কারবারিদের হাতে দেয়ার কথা ছিল সঙ্গে আনা ৬শ পিস ইয়াবা।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. জহির আমিন বলেন, পটিয়ায় এসে হাত বদলের জন্য অপেক্ষা করছিলেন ইয়াবা কারবারিরা। খবর পেয়ে ছদ্মবেশে সেখানে অবস্থান নিয়ে বিক্রির আগেই হাতেনাতে তাদের ধরা হয়েছে। এসময় ইয়াবা সরবরাহের কাজে নিয়োজিত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা সরবরাহের কাজে নিয়োজিত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রবিবার তাদেরকে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।