আন্তর্জাতিক

পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, সন্ত্রাসীসহ নিহত ৬

পাকিস্তানে একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পরমাণু শক্তিধর এই দেশটির আধাসামরিক সেনা এবং অন্য পাঁচজন হামলাকারী সন্ত্রাসী বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে অন্তত একজন আধাসামরিক সেনাকে হত্যা করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন আধাসামরিক সেনাও নিহত হয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *