জাতীয়

পাশের দেশের অস্ত্র কেএনএফের হাতে এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

এবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র এসেছে কেএনএফের হাতে। পাহাড়ে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান মন্ত্রী। 

শনিবার ৬ এপ্রিল সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুরপাড়স্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। যতোদিন তারেক জিয়া থাকবেন ততোদিন দলটির কোনো সম্ভাবনা নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে বিএনপির ভারতীয় পণ্য বয়কটের ডাকে জনগণ সাড়া দেয়নি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, জনগণ তো দূরের কথা, বিএনপির নেতা-কর্মীরাও ভারতীয় পণ্য বয়কটের ডাকে সাড়া দেয়নি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এম ভি আব্দুল্লাহর নাবিকদের উদ্ধারে আলোচনার পাশাপাশি নানামুখী চাপ তৈরি করা হচ্ছে। শিগগিরই জিম্মি নাবিকসহ জাহাজটি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *