অর্থনীতি

ছুটির দিনেও চলছে ব্যাংকিং কার্যক্রম

সরকারি ছুটির দিন সত্ত্বেও আজও চলছে, শিল্প ও বাণিজ্যিক এলাকায় ব্যাংকিং কার্যক্রম। তবে গতকালের চেয়ে আজ গ্রাহক উপস্থিতি বেড়েছে। রফতানি বিল জমা, শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্যে আসছে করপোরেট প্রতিষ্ঠান। কেউ কেউ রেমিট্যান্সের অর্থ তুলতে আসছেন।

ব্যাংকগুলোর প্রধান কার্যালয় থেকে লেনদেন ও নিরাপত্তার বিষয়টি তদারকি করা হচ্ছে। ব্যবস্থাপকরা জানিয়েছেন, ছুটির দিনে গ্রাহক উপস্থিতি আনুপাতিক কম। তবে অনেকে আসছেন জরুরী প্রয়োজন। আজ ও রোববার শবে কদরের ছুটির দিনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকছে। লেনদেন শুরু সাড়ে ৯টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। সোমবার ২৮ রোজায় ব্যাংকে স্বাভাবিক লেনদেন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *