চট্টগ্রামজাতীয়

পুলিশ-প্রশাসনের হঠাৎ গাড়িবহর নিয়ে মহড়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর বিশেষ মহড়া চালিয়েছে রাউজান থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নাশকতা ঠেকাতে বিশেষ এই মহড়া বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুর ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে ২০টি মোটরসাইকেল, পুলিশ-এসিল্যান্ডের গাড়িতে সাইরেন বাজিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, সব ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ মহড়া দেওয়া হয়েছে। জনগনের জানমালের নিরাপত্তা দিতে আমরা সার্বক্ষণিক সজাগ আছি।

এদিকে একইসঙ্গে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই রাউজান মুন্সিরঘাটাস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের নেতৃত্বে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছির অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *