কক্সবাজারচট্টগ্রাম

পেকুয়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ উঠেছে মুজিবুর রহমান (২৮) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার ইমাম হোছাইন (রা.) হাফেজখানায় এ ঘটনা ঘটে।

শিক্ষক মুজিবুর রহমান একই ইউনিয়নের মইয়্যাদিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, রবিবার সকালে ওই শিক্ষার্থী বাড়িতে আসে। সেদিন সে আর ফিরে যায়নি। সোমবার সকালে তাকে পাঠানোর জন্য তাঁর মা প্রস্তুত করে দিলেও সে যেতে চাচ্ছিলোনা। পরে সে তাঁর মাকে শারীরিক নির্যাতনের কথা খুলে বলে। গত রমজানেও আরো একবার এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ করে ওই শিক্ষার্থী। তাঁর বাবা ঘটনা জানার পর সোমবার (২২ এপ্রিল) সকালে উত্তেজিত হয়ে ওই শিক্ষককে হামলার উদ্দেশ্যে যায়। তখন স্থানীয়রা তাকে শান্ত করার চেষ্টা করেন। এতে ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়।

অভিযুক্ত শিক্ষক মুজিবুর রহমান বলেন, ‘আমি বলাৎকার করেছি এটার কোন প্রমাণ নেই। ছেলেটা কেন অপপ্রচার করছে জানিনা। ব্যাপারটি নিয়ে সমাজের গণ্যমান্য মানুষেরা বৈঠকে বসেছে। তাঁরা বিষয়টি সমঝোতা করার চেষ্টা করছে। তাঁরা যে সিদ্ধান্ত দিবে আমি তা মেনে নিব।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, হেফজখানার এক শিক্ষার্থীকে বলাৎকারের কথা শুনেছি। ভুক্তভোগীদের পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *