চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

প্রচারণায় ব্যস্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাঙামাটি জেলার সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন।

সোমবার (১৩ মে) প্রতীক বরাদ্দের পরপরই নিজ নিজ প্রতীকের প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদসহ দেশের ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মে) চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা ও অলিভ চাকমা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে বাঘাইছড়ি উপজেলার হাট বাজারে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বাঘাইছড়ি উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘোড়া প্রতীক ও নতুন চেয়ারম্যান প্রার্থী বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান অলিভ চাকমা আনারস প্রতীকের প্রচারণা করছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আবুল কাইয়ুমকে সমর্থকদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যা হতে জনসংযোগ করতে দেখা গেছে। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৪ জন প্রার্থী।

তারা হলেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী মনছুর আলী, তালা প্রতীকের দিপ্তীমান চাকমা, চশমা প্রতীকে আনোয়ার হোসেন ও উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফুটবল প্রতীকের সাগরিকা চাকমা ও প্রজাপতি প্রতীকের প্রার্থী সুমিতা চাকমা। প্রায় সব প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছেন সমর্থকরা।

নির্বাচনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বাঘাইছড়ি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮০২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪০৭৯৬, মহিলা ভোটার সংখ্যা ৩৭২৩২ এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *