অন্যান্যচট্টগ্রামরাঙ্গুনিয়া

প্রটোকল ছাড়াই মানুষের সাথে মিশে গেলেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: সরকারি কোনো ধরনের প্রটোকল ও গাড়ি ছাড়াই নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে মিশে গেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদ।

আরো পড়ুনঃ চুয়েটে ইটিই ইনফিক্সন ২০২৩ উৎসব শুরু
সরকারের তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সরকারি প্রটোকলে থেকে নিজের নির্বাচনী এলাকায় আসতে হতো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি রাঙ্গুনিয়া আসেন প্রটোকল ও সরকারি গাড়ি না নিয়ে।

উপজেলা সদরের অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়মে মৎস্যজীবী লীগের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় একেবারে সাধারণ একজন মানুষের মতো রাঙ্গুনিয়ার জনসাধারণের সঙ্গে মিশে যান তিনি।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে মন্ত্রী মহোদয়ের গাড়ি বহরে প্রশাসনের প্রটোকল ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *