ফটিকছড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাতে গুরুতর আহত হয়ে দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মুহাম্মদ শামসুল আলম (৩৫)।
শনিবার (১৮ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন।
নিহত শামসুল আলম ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপির সৈয়দ বাড়ীর সৈয়দ মাস্টার শফীর ছেলে।
জানা যায়- ৬ মে কালবৈশাখীর সাথে হওয়া বজ্রপাতে ভূজপুর থানার পাশে তিনি গুরুতর আহত হন। ওখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মৃত্যুর সাথে দীর্ঘদিন পাঞ্জা লড়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেন- গত ৬ মে বজ্রপাতে আহত হয়ে তার শরীরের একাধিক অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চমেকে চিকিৎসাধীন ছিল। আজ (শনিবার) সে মারা গেছে। তার লাশ প্রক্রিয়া শেষ করে গ্রামের বাড়িতে নেয়া হবে।