আন্তর্জাতিক

ফিলিস্তিনের ইনকিউবেটরে এলেন ব্রোঞ্জের যিশু!

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত বেথেলহেম। প্রতি বছরই মহাধুমধামে বড়দিন উদযাপিত হয় যিশুখ্রিষ্টের জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরের এ জনপদে। বড়দিন ঘনিয়ে এলেই ইসরাইলের অধিকৃত শহরটিতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা যায়। কিন্তু এ বছর সম্পূর্ণ ভিন্ন বেথেলহেমের চিত্র। হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের কারণে এবার একেবারেই জনশূন্য যিশুখ্রিষ্টের জন্মস্থান।

ফিলিস্তিনের মুসলমানের মাথার পোশাক লাল-সাদা রঙের কেফিয়াহের চাদরের ওপর শুয়ে আছেন ব্রোঞ্জের নবজাতক যিশু।

আলজাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইনকিউবেটরে থাকা শিশু হিসেবে উপস্থাপন করা হয়েছে যিশুকে । অবরুদ্ধ গাজার অসহায় শিশুদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্যই এ শিল্পকর্ম করা হয়েছে। গাজার পশ্চিম তীরের বেথেলহেমের চার্চ অফ নেটিভিটির বাইরে শিল্পকর্মটি স্থাপন করা হয়েছে। সেখানে একটি ইনকিউবেটরের ভেতরে লাল-সাদা রঙের কেফিয়াহ’র চাদরের ওপর ব্রোঞ্জের যিশুকে ভাস্কর্যরূপে তুলে ধরা হয়েছে।

এ শিল্পকর্মটি করেছেন ফিলিস্তিনি শিল্পী রানা বিশারা এবং ভাস্কর সানা ফারাহ বিশারা।

ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর উদ্বাস্তু হয়েছেন গাজার ২৩ লাখের মধ্যে ১৮ লাখের বেশি বাসিন্দা।

খবর: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *