বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেট
পতেঙ্গায় বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনায় একটি সৌদি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর চট্টগ্রাম বন্দর পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি ও দেশে নানা খাতে বিদেশি বিনিয়োগের ‘বড় আশা’ দেখছেন সংশ্লিষ্টরা।
সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরসিজিটিআই) পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় দক্ষতাও বাড়বে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরও যুক্ত হবে।
কর্মকর্তারা বলছেন, পিসিটি পরিচালনায় সৌদি কোম্পানির এই বিনিয়োগ দেশটির বিভিন্ন খাতের বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে আগ্রহী করছে, যা অন্য দেশগুলোকেও আগ্রহী করবে বলে আশা করা যায়।
সব মিলিয়ে পিসিটিতে বিদেশি অপারেটর আসায় বাংলাদেশের ‘অর্থনৈতিক নবযাত্রার দ্বার উন্মোচন’ হবে বলে তাদের বিশ্বাস।