আন্তর্জাতিক

বন্ধ নর্দমা পরিষ্কারে নিজেই নেমে পড়লেন কাউন্সিলর

দীর্ঘদিন ধরেই বন্ধ অবস্থায় রয়েছে নর্দমা। পৌর কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। আর তাই বাধ্য হয়েই নর্দমা পরিষ্কারে নিজেই নেমে পড়লেন এক কাউন্সিলর।

আর তার সেই সাফাই-কাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায়। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন কাউন্সিলর তার এলাকায় বন্ধ নর্দমা নিজেই পরিষ্কার করেছেন। তিনি অভিযোগ করেছেন, তিনি বেশ কয়েকবার অভিযোগ করার পরও পৌর কর্পোরেশন এই সমস্যা সমাধানে কাজ করেনি।

এনডিটিভি বলছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওই কাউন্সিলরের নাম দেবেন্দ্র রাঠোর। ১৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর গত মঙ্গলবার শহরের বিড়লা নগরের ওই নর্দমা পরিষ্কার করেন। এদিকে তার নর্দমা পরিষ্কারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরে পৌর কর্পোরেশনের দল ঘটনাস্থলে পৌঁছে পরিষ্কার করে। দলটি বুধবারও পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রাখে বলে জানিয়েছে এনডিটিভি।

দেবেন্দ্র রাঠোর এএনআইকে বলেছেন, ‘১৫ নম্বর ওয়ার্ডে বড় সমস্যা ছিল এই নর্দমা এবং এই এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরেও নোংরা পানিতে প্লাবিত হয়েছিল। এতে করে লোকেরা তীব্র দুর্গন্ধের মুখোমুখি হচ্ছিল এবং বিষয়টি কাউন্সিলের সামনেও আনা হয়েছিল, কিন্তু কেউ তাতে মনোযোগ দেয়নি। এর পরে আমি কমিশনারকে বলেছি, মেয়রকে অনুরোধও করেছি এবং কাউন্সিলে বিষয়টি উত্থাপন করেছি, কিন্তু সমস্যাটির দিকে কর্ণপাত করা হয়নি। এর পরে আমি বুঝতে পারি, আমাকে এই বিষয়টি নিজেই সমাধান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়েছে এবং আমাকে তাদের ভোটের মূল্য দিতে হবে, তাই যখন কেউ কথা শুনছে না এবং মানুষও সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন আমি নিজেই নর্দমা পরিষ্কার করেছি। আমি পরিষ্কারের কাজ শুরু করার পরে, পৌর কর্পোরেশনের কর্মীরাও এসে পরিষ্কার করা শুরু করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *