চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বন্যার্তদের সহায়তায় চবি শিক্ষকদের ১৪ লাখ টাকা

দেশের উত্তর ও দক্ষিণ- পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক সংকটে রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাদুর্গতদের সহযোগিতায় এক দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (চবিশিস)। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘দেশের বন্যাদুর্গত এলাকার মানুষদের সহায়তা ও পুনর্বাসনের জন্য আমরা গতকাল চবি শিক্ষকরা ১ দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেলে এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা বিস্তারিত সিদ্ধান্ত নিব।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. বি. এম. আবু নোমান বলেন, ‘সভায় সকলের সর্বসম্মতিক্রমে বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য আমরা আমাদের বেতনের এক দিনের অর্থ প্রদান করবো। চলতি মাসের বেতন পেলে সেখান থেকে ১ দিনের সমপরিমাণ অর্থ কর্তন করে বানবাসী মানুষের পাশে দাঁড়াবো। তবে সে অর্থটা আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিবো নাকি অন্য কোথাও দিবো সে বিষয়ে আজকে বিকাল ৫ টায় এক্সিকিউটিভ কমিটির সভায় (অনলাইন) সিদ্ধান্ত নেওয়া হবে।

এক দিনের সমপরিমাণ অর্থ কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আনুমানিক ১৪ লাখ টাকার মতো হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *