চট্টগ্রাম

বরিশালের হ্যাটট্রিক হারের দিনে চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়

দশম বিপিএলের সিলেট পর্বে জমে উঠেছে লড়াই। চায়ের রাজ্যে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে হাই স্কোরিং ম্যাচে দারুণ এক জয় পেয়েছে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে সাত উইকেটে ১৮৩ রানের বেশি করতে পারেনি ফরচুন বরিশাল।

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা ৩ ম্যাচে হারল বরিশাল। অন্যদিকে নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। ১০ রানের জয়ে পোর্ট সিটির দলটি উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।

বরিশালের হয়ে রান তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন আহমেদ শেহজাদ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন এ পাকিস্তানি ব্যাটার।

মাত্র ১৭ বলে ৩৭ রান করে আউট হন শেহজাদ। তার বিদায়ের পর ধীরে ধীরেম্যাচ থেকে ছিটকে যায় বরিশাল। যেখানে বড় ভূমিকা রাখেন কার্টিস ক্যাম্ফার। ইনিংসের মিডল ওভারে চার উইকেট শিকার করে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেন তিনি।

সাজঘরে ফেরার আগে তামিম ৩৩ ও সৌম্য সরকার ১৭ রান করেন। ক্যাম্ফারের অপর দুই শিকার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইয়ানিক কারিয়াহ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তবে শেষদিকে আবার লড়াই জমিয়ে তুলেছিলেন মিরাজ ও মুশফিক।

ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটিতে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মিরাজ ও মুশফিক। তবে ১৬ বলে ৩৫ রানে মিরাজ আউট হলে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষদিকে মুশফিকের ২৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে শনিবার টস জিতে চট্টগ্রামকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওভারে টানা ৩ চার হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন চট্টগ্রামের তানজিদ তামিম। তবে ১২ রানের বেশি করতে পারেননি তিনি।

তিনে নেমে আরো একবার ব্যর্থ হন ইমরানউজ্জামান। তাইজুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ৭০ রান যোগ করেন শাহাদাৎ হোসেন দীপু ও আভিস্কা ফার্নান্দো।

৩১ রানে দীপু ফেরার পর দলকে এগিয়ে নেন আভিস্কা ও নাজিবুল্লাহ জাদরান। এ দুই ব্যাটার গড়েন ৬৮ রানের জুটি। নাজিবুল্লাহ ১৮ রান করে আউট হন। তার জায়গায় নেমে ৯ বলে ২৯ রানের এক দুর্ধর্ষ ক্যামিও খেলেন কার্টিস ক্যাম্ফার।

তবে সবাইকে ছাপিয়ে এদিন আলো নিজের দিকে কেড়ে নেন আভিস্কা। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অপরাজিত থাকেন তিনি, খেলেন ৫০ বলে ৯১ রানের অপরাজিত এক দারুণ ইনিংস। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটাই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *