চট্টগ্রামবাঁশখালী

বাঁশখালীর বাহারছড়া ইউপির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস মুন্সীর জয়

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে জয়ী হয়েছেন রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সী। অটোরিকশা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৩২ ভোট।

শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। জাল ভোট দিতে গিয়ে আটক তৌহিদুল ইসলাম নামের এক তরুণকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোটগ্রহণ চলাকালে সকালে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম (২০) বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী জানান, ওই ভোটার একবার ভোট দেওয়ার পর আবারও ভোট দিতে গেলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় দোষী সাব্যস্ত করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাঁশখালী উপজেলার বাহারছড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরুর পর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জসীম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট। চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাদুর রশীদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ৪৫৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ শত ৬৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন ঢোল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ শত ৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাইমুনুর রশীদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৯৭ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে।

প্রসঙ্গত, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *