ধর্ম

বাইসাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ষাটোর্ধ্ব আইয়ুব আলী

টানা ছয় মাস বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশে রওনা হয়েছেন আইয়ুব আলী (৬৫)।

প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়ার বাড়ি থেকে পবিত্র মক্কা নগরের উদ্দেশে রওনা দেন তিনি।

আগামী ছয় মাসের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন আইয়ুব।

আইয়ুব আলীর রয়েছেন স্ত্রী, তিন কন্যা ও চার ছেলে। যাত্রাপথের জন্য টাকা, খাবারসহ দরকারি জিনিসপত্র তিনি সঙ্গে নিয়ে গেছেন।

আইয়ুব আলী জানান, হজ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় প্লেনে হজে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই এ যাত্রার শুরু।

তিনি আরও জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস। এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে। আর রাত্রিযাপন করবেন মসজিদে।

হজের নিবন্ধনের আগে কয়েকটি পরামর্শ

সাইকেল চালিয়ে হজ করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ ও ভিসা-পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *