পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে দুই সশস্ত্র সংগঠনের বন্দুকযুদ্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর বঙ্গলতলী গ্রামে দুই সশস্ত্র সংগঠনের মধ্যে আজ মঙ্গলবার (১৪মে) ভোর থেকে কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বঙ্গলতলী গ্রামসহ আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে গোলাগুলির কারণে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। বাঘাইছড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ছয়টার দিকে উত্তর বঙ্গলতলী গ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। টানা সাড়ে আটটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা বিরতির পর বেলা ১১টার দিকে আবারও গোলাগুলি শুরু হয়। এ সময় করেঙ্গতলী-বঙ্গলতলী-গঙ্গারাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে গোলাগুলি বন্ধ হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তর বঙ্গলতলী গ্রাম ও জারুলছড়ি গ্রামের আশপাশে ইউপিডিএফের সশস্ত্র কর্মীরা অবস্থান করছিলেন। গতকাল সোমবার বিকেলের দিকে জনসংহতি সমিতির সশস্ত্র একটি দল উত্তর বঙ্গলতলী গ্রামে যায়। এতে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে। আজ সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়।

বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা বলেন, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ ঘর থেকে বের হতে পারেনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ বলেন, বঙ্গলতলী গ্রামে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদ পেয়েছি। দুর্গম এলাকা হওয়ায় হতাহত হয়েছেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *