পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ভারি বর্ষণে ওই সড়কের দুই কিলোমিটার নামক এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বাঘাইছড়ি থেকে খাগড়াছড়িতে যাতায়াত করতে পারছেন না বাসিন্দারা।

আজ শুক্রবার সকালে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী সড়কের মাটি অপসারণের কাজ শুরু করেছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, ‘গতরাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়ের কিছু মাটি ধসে এসে সড়কের ওপর পড়েছে। তাই আপাতত যান চলাচল করতে পারছে না। সড়ক বিভাগ ও সেনাবাহিনী কাজ করছে। আশা করছি দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হবে। তবে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *