বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন
বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে সদর উপজেলায় ফ্রি চিকিৎসা সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এ মেডিক্যাল ক্যাম্পেইনে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ড, ফারুক পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিদিনই জেলা সদরের পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণের মাঝে এ চিকিৎসা সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার মেজর মো. আসাদুল ইসলামের নেতৃত্বে দুর্গম এলাকা থেকে সেবা নিতে আসা বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এসময় মেজর মো. আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
চিকিৎসা সহায়তা কর্মসূচি পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ ফজলে আরমান, সার্জেন্ট মো. আতাউর রহমান, কোর্পোরাল মো. দেলোয়ার হোসেনসহ সেনাসদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।