চট্টগ্রামফটিকছড়ি

বাবার চল্লিশার দিন পুকুরে ডুবে মেয়ে মারা গেল

চট্টগ্রামে ফটিকছড়ির বক্তপুরে বাবার মৃত্যুর চল্লিশার দিন প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও তার এক বান্ধবী পুকুরে ডুবে মারা গেছে।

তারা হল উপজেলার বক্তপুর ইউপির মো. আজমের কন্যা তুমুর (৮) এবং তার বান্ধবী ও জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে ওয়াজিহা (৮)। তার সহপাঠী ওয়াজিহা এসেছিল বাবার চল্লিশার দাওয়াতে। আরো পড়ুনঃ সুন্দরবনের নদীতে বাঘের পচা-গলা লাশ

জানা যায়, পরিবারের সবাই যখন চল্লিশার আয়োজন নিয়ে ব্যস্ত ওই সময় সবার অজান্তে তুমুর এবং ওয়াজিহা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে স্যান্ডেল সমেত দুজনের নিথর দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুমুরের চাচাতো ভাই সাইমন বলেন, আমার চাচা মারা গেছেন ৪০ দিন।সে উপলক্ষে ফাতিহার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে সবার ব্যস্ততার ফাঁকে তারা পুকুরে গোসল করতে যায়। পরে শুনি তারা ডুবে মারা গেছে। ‘আমার চাচা নাই, বোনও নাই’ এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হুদা বলেন, উপজেলার বক্তপুর ইউনিয়নে পুকুরে ডুবে একই সঙ্গে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি মর্মান্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *